গোপালগঞ্জ কাশিয়ানীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কাশিয়ানী থানা পুলিশের আয়োজনে, ইন্সপেক্টর তদন্ত (ওসি) মোঃ ফিরোজ আলমের সভাপতিত্বে ও এস আই সাইফুল ইসলামের সঞ্চালন থানা প্রাঙ্গণ এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী,
এছাড়াও, উপজেলা আ,লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন সিকদার, মহেশপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লুথু, রাজপাট ইউপি চেয়ারম্যান মিল্টন খানসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।