বৈকন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩১ অপরাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক  ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন সম্পন্ন হয়েছে। 

গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে  বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন হয়েছে।মোট  ৪৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ৬ জন অভিভাবক প্রতিদ্বন্ধীতা করেছে। ভোটাররা যার যার পছন্দের প্রার্থীকে  ভোট দিয়েছেন। 

 স্কুলের প্রধান শিক্ষক মাছুম  ইসলাম বলেন, ভোট সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  উক্ত নির্বাচনে লেবু, আনোয়ার , কাইয়ুম ও রুবেল হোসেন জয়লাভ করেন। 


উক্ত নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রিজাইডিং কর্মকর্তা, রায়গঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম ভোট গননা শেষে সবার সামনে ফলাফল ঘোষনা করেন। প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে সন্তোষ প্রকাশ করছেন।

জেলার খবর এর আরও খবর: