যশোরের কেশবপুরে বাল্যবিয়ে করার অপরাধে বরের কারাদণ্ড

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান:

যশোরের কেশবপুরে এসএসসি পরিক্ষার্থীকে বাল্যবিবাহ করার অপরাধে বরকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সোমবার ওই যুবককে কেশবপুর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেতিখোলা গ্রামের আব্দুল রাজ্জাক মোড়লের ছেলে মাছুম বিল্লাহ (২৫), একই উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের এসএসসি পরিক্ষার্থীকে সম্প্রতি বাল্যবিবাহ করে। বাল্যবিবাহ করার পর ওই মেয়ের বাড়িতে তারা অবস্থান করছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হন। এ সময় তিনি বাল্যবিবাহের অপরাধে বর মাছুম বিল্লাহকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।


কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক তপতী ঢালী বলেন, ওই যুবককে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: