খাগড়াছড়ির গুইমারায় অবরোধ শেষে আবার গুলি
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে অংথই মারমা ওরফে আগুন হত্যার প্রতিবাদে ইউপিডিএফ প্রসীত-গ্রুপের ডাকা আধাবেলা সড়ক অবরোধ শেষে আবার ও গুলি বর্ষন ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে র্দূবৃত্তরা। তবে ইউপিডিএফের কর্মীরা বলছে তারা এ ঘটনায় দায়ী নয়। অবরোধ শেষে তাদের কর্মীরা চলে গেছে।সম্প্রীতি নষ্ট ও সম্প্রদায়িক উস্কানি দিতে প্রতিপক্ষের একটি অংশ এ কাজটি করেছে বলে দাবি করছেন ইউপিডিএফের সংগঠক নিশান চাকমা।
রবিবার বিকাল পাঁচটার সময় অবরোধ শেষে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুল পাড়ায় এলাকায় ১৫-১৬ জন র্দূবৃত্তরা মোটরসাইকেলকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি বর্ষণ করে ।এসময় ২ টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা।খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌঁচলে র্দূবৃত্তরা পালিয়ে যায়।
জানাযায়,এক টি মোটরসাইকেলের মালিক মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আনোয়ার হোসেন অপটির মালিক গুইমারা উপজেলার বুদং পাড়ার আমির হোসেন ।
গ্ইুমারা থানার ওসি জানান,গুলির শব্দ শুনে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌচার পূর্বেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।এ ঘটনায় আইনগত ব্যবন্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গুইমারার দেওয়ান পাড়া এলাকার মিশন টিলা থেকে অংথোয়াই মারমা ওরফে আগুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের দায়ী করে নিহত আগুনকে নিজেদের নেতা দাবি করেন প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ সংগঠনটি। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ইউপিডিএফের সমর্থকরা শনিবার সকালে সড়ক অবরোধের ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নীতিনির্ধারকরা। তবে ইউপিডিএফ সংগঠনটির সদস্যরা বলছেন,এগুলো তাদের সংগঠনের নামে ষড়যন্ত্র।
, খাগড়াছড়ি প্রতিনিধি:মোবা