গুরুদাসপুরে কাঁদা পানিতেই চলছে রাস্তার নির্মাণ কাজ
নাটোর প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুরে কাঁদা পানির মধ্যেই চলছে রাস্তার নির্মাণ কাজ। অফিস সুত্রে জানা যায়, ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নারি বাড়ী সন্তোষের দোকানের মোড় হতে গুরুদাসপুর পৌরভবন পর্যন্ত ১হাজার ৬শ' মিটার ওই রাস্তা সংস্কারের জন্য ৭৩ লাখ টাকা ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি তত্বাবধান করছেন মোহাম্মদ আলী নামে নাটোরের ঠিকাদার।
সরেজমিনে গেলে দেখা যায় উত্তর নারি বাড়ীর সাবের হোসেনের বাড়ীর সামনে নির্মানাধিন রাস্তা পুকুরে ধ্বসে গেছে। শনিবার বিকাল ৪ টার দিকে প্রচন্ড বৃষ্টি হওয়ায় রাস্তার বেডে পানি জমে কাঁদা পানিতে পরিনত হয়েছে। ওই কাঁদা পানির মধ্যেই কার্পেটিং করে চলেছেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখানে সংশ্লিষ্ট বিভাগের লোকজন থাকলেও কোন কথা বলছেন না তারা। দক্ষিণ নারি বাড়ী সাইদুর রহমান মেম্বার- আব্দুল গফুর এর বাড়ীর সামনে সরেজমিনে গিয়ে ওই চিত্র দেখা যায়। এলাকাবাসী কাজের মান এবং স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।সেখানে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানে লোকজন বলেন, হঠাৎ বৃষ্টি হওয়ার কারনে একটু সমস্যা হয়েছে। কিছু বিটুমিন প্রস্তুত থাকায় এভাবেই কাজ করা হচ্ছে।গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মো মিলন মিয়া জানান, বৃষ্টির পর কাজ বন্ধ করে দেয়া হয়েছে। বেড না শুকালে কাজ করতে নিষেধ করা হয়েছে। এঅবস্থায় কাজ করলে কাজের স্থায়িত্ব বজায় থাকবেনা।