রায়গঞ্জের শিক্ষক সমিতি ফুলেল শুভেচ্ছা জানালেন নবাগত শিক্ষা অফিসারকে

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৫ পূর্বাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

নবাগত রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদকে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) এর নেতৃবৃন্দ। গত বৃহ:বার বেলা ১২ টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে তাকে বরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সমিতির সভাপতি আব্দুল আজিজ রতন, সাধারন সম্পাদক বাবুল কুমার দত্ত,সহ সভাপতি আবদুস ছালাম,শিক্ষক আফাজ উদ্দিন,জীবন কুমার কৃষ্ণ।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সৎ,যোগ্য, নিষ্ঠাবান একজন শিক্ষা অফিসারকে দীর্ঘদিন পর আবারো রায়গঞ্জে পেয়ে সবাই খুশি এবং ধন্য হন। । তার দিকনির্দেশনা,পরামর্শ আর প্রচেষ্টার দ্বারা যেন রায়গঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নয়ন হয়,নেতৃবৃন্দ এ অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয়করণকৃত শিক্ষকদের চাকরি সংক্রান্ত নানাবিধ জটিলতার কথা তুলে ধরলে শিক্ষা অফিসার আপেল মাহমুদ নিয়মানুসারে সমাধানের আশ্বাস প্রদান করেন। পরিশেষে উপস্থিত নেতৃবৃন্দ নবাগত শিক্ষা অফিসার আপেল মাহমুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

জেলার খবর এর আরও খবর: