গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা রাজপাট ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৯ অপরাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ  জেলা প্রতিনিধি:

  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা রাজপাট ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত কাল (১৪ সেপ্টম্বর ২২) রোজ বুধবার কলেজ মাঠে ছাত্রলীগের আযোজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সন্মেলনে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা সভাতিত্বে সঞ্চালন করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাছুম ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলাআওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল্লা সিকদার, রাজপাট ইউনিয়নের চেয়ারম্যান মিল্টন মিয়া রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌফিকুর রহমান নিজামসহ আরো অনেক কে।



 এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের সকল পর্যায়ের সন্মানিত নেতাকর্মীসহ স্থানীজনগন।


সন্মেলনে বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য রয়েছে। ছাত্রলীগ একটি সুশৃংখল সংগঠন। মেধাবী ছাত্র ও দক্ষ সংগঠনকরা এই সংগঠনের পদে আসবেন। তাই সকলকে মাদকের, জঙ্গীবাদ ও সন্ত্রাস এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ছাত্রলীগকে কাজ করতে হবে।

জেলার খবর এর আরও খবর: