বেনাপোলে পোর্ট থানা পুলিশের অভিযানে পলাতক ১৫ আসামী গ্রেফতার

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫১ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

বিভিন্ন মামলায় পলাতক ১৫জন আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।


মঙ্গলবার ভোররাতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল নারায়নপুর গ্রামের মৃত শহীদ সর্দারের ছেলে মো. সেলিম সর্দার, বোয়ালিয়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. জসিম উদ্দিন, সাদিপুর গ্রামের আবু মোড়লের ছেলে মো. কালু মিয়া, ভবারবেড় গ্রামের মৃত নওয়াব আলি ফকিরের ছেলে মো. নজরুল ইসলাম ফকির, একই গ্রামের আব্দুল ওহাব কারিগরের মো. তৌহিদ কারিগর, মো. সালাম, রাফুল ধাবক, মো. জাকির হোসেন ওরফে ডাকারিয়া, মো. হৃদয় হোসেন, মো. আইয়ুব হোসেন, মো. দাউদ আলী, মো. আব্দুল্লাহ, কোরবান বিশ্বাস, শহিন ধাকব, মো. মুস্তাক আলী।


এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, পলাতক ১৫জন আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে, এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গেফতারকৃতদের দুপুরে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেলার খবর এর আরও খবর: