শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জের সাংবাদিক কে,এম রফিক
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়ে রায়গঞ্জের মুখ উজ্জল করে দৃষ্টান্ত স্থাপন করলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম রফিক। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঢাকার বিজয়নগর হোটেল অরনেটে শেরে বাংলা এ, কে ফজলুল হক গবেষণা পবিষদের
উদ্যোগে এক আলোচনা সভা,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠান শেষে গুণীজনদের মধ্যে পুরস্কার বিতরণ করেন,প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম রফিক এ্যাওয়ার্ড প্রাপ্ত হন। এ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ,এম মোনায়েম খানসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সভাপতি রফিককে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।