মোড়েলগঞ্জ উপজেলার ১৪নং বারইখালী ইউনিয়নে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর


স্টাফ রিপোর্টারঃ মোঃপলাশ হাওলাদার হাছিব।

 বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৪নং বারইখালী ইউনিয়নের গত ১৬/০৯/২২ ইংরেজি তারিখে ছাত্রলীগের আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা দিলেন। সভাপতি-খুলনা কমার্স কলেজের মেধাবী ছাত্র মোঃ নআজম খান। সাধারণ সম্পাদক- মোঃ ফাতিউল ইসলাম রুমান।


সাক্ষাৎকারে আজম খান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত, প্রথমবারে এই ইউনিয়নে আমাকে ছাত্রলীগের সভাপতি করাতে আমি দায়িত্ব থেকে একটুখানি পিছুপা হবো না। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে যাতে আমি এই সংগঠনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই সহযোগিতা সবার কাম্য।

জেলার খবর এর আরও খবর: