মাটিরাঙ্গাতে মাদকদ্রব্য সহ আটক সুলতান ভুঁইয়া (৩৭)
মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বেলছড়ি ইউনিয়নের খেদাছড়ায় বিশেষ অভিযান চালিয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুলতান ভুঁইয়া (৩৭) কে আটক করেছে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশ এ অভিযান চালিয়ে বেলছড়ি ইউনিয়ন এর ০৫ নং ওয়ার্ড খেদাছড়া কালামিয়া লিডার পাড়া থেকে ৬০০ গ্রাম গাঁজা সহ মাদক কারবারি মোঃ সুলতান ভুঁইয়া (৩৭) কে গ্রেপ্তার করে মাটিরাঙ্গা থানা পুলিশ
গ্রেপ্তারকৃত মোঃ সুলতান ভুঁইয়া (৩৭) বেলছড়ি ইউনিয়নের ০৫নং ওয়ার্ড খেদাছড়া কালা মিয়া লিডার পাড়ার মৃত হাবিবুর ভুঁইয়া'র ছেলে।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে খাগড়াছড়ি পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার মোঃ নাইমুল হুক পিপিএম স্যারের নির্দেশক্রমে খাগড়াছড়ি পার্বত্য জেলায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাটিরাঙ্গা থানার এস আই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) মোঃ রিয়াজ উদ্দিন ও এএসআই (নিঃ) মোঃ কামরুল আরেফিন চৌধুরী সহ মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সুলতান ভুঁইয়া (৩৭)কে ৬০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ মাদক, পাহাড়কাটা, চোরাচালানসহ অপরাধী যে হউক কাউকে ছাড় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে মাটিরাঙ্গা থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। সে সাথে অবৈধ মাদক,জুয়া,অবৈধ বালু উত্তোলন, অবৈধ কাঠ পাচার, চোরাচালান নিরোধসহ অন্যান্ন আইনের পরিপন্থীমূলক কার্যক্রম রোধকল্পে স্থানীয় জনসাধারণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সদস্য সহ সকলের সহযোগিতায় মাটিরাঙ্গা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।