যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় সরকারি জমি হতে গাছ কাটার অভিযোগ

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২০ পূর্বাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান,

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের মাটশিয়া গ্রামে সরকারি খাস জমি হতে কয়েক লক্ষাধিক টাকার রেইনটি গাছ কাটার অভিযোগ উঠেছে।


বাঁকড়া হতে মাটশিয়া যাওয়ার পাকা রাস্তার পাশে সরকারি জমি দখল করে, ডিসিয়ার আছে বলে মৃত নইমদ্দিন এর ছেলে শহিদুল ইসলাম ভুট্রো (৪০), এর বিরুদ্ধে সরকারি খাস জমি হতে কয়েক লক্ষ টাকার গাছ বিক্রয়ের অভিযোগ উঠেছে। 


সরেজমিনে যেয়ে গাছ কাটা ও বিক্রয় করার সত্যতা পাওয়া যায়।


জানতে চাইলে গাছ বিক্রেতার বোন  বলেন, আমরা এর আগেও  ৩৭০০০ (সায়ত্রিশ হাজার) টাকার গাছ বিক্রি করেছি, আমার আব্বা গাছ লাগিয়েছিল তাই আমরা আমাদের গাছ বিক্রয় করেছি। আরও বলেন যে আমার বাবা ডিসিয়ারের জন্য টাকা জমা দিয়ে আবেদন করেছিল, কিন্তু ডিসিআর দেয়নি। জানতে চাইলে এলাকার (নাম প্রকাশে অনিচ্ছুক ) কয়েক জন বলেন, ওরা উপর মহল ম্যানেজ করে সরকারি জমি জোর করে দখল নিয়েছে বলে জানান, ওই জমি থেকে আগেও গাছ বিক্রি করেছে এখন আবার কয়েক লক্ষ টাকার গাছ বিক্রি করেছে, গাছ বিক্রেতা'র নিকট একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। কাঠ ব্যাপারির (গাছ ক্রেতা আইজুলের) নিকট ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি খাস জমি,তাই চাপনিতে গাছ কিনেছি, কিন্তু সমস্যা হবে তাহা বুঝিনি।



এই বিষয়ে বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান নীরবতা ভূমিকা পালন করেন, বলে জানা যায়।


বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা  কামরুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শোনার সাথে সাথে ফোর্স পাঠিয়ে গাছ কাটতে ও নিয়ে যেতে নিষেধ করেছি।  বাঁকড়া ভুমি কর্মকর্তা (অতিঃ দায়িত্বে ) আয়ুব হোসেনের নিকট জানতে চাইলে তিনি  বলেন, আমি এখন ও সংবাদ পাইনি বা শুনিনি, আমি স্পটে যাব ঘটনা যদি সঠিক হয় আমি  ক্রেতা ও বিক্রেতা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

জেলার খবর এর আরও খবর: