গোপালগঞ্জ কাশিয়ানীতে কালনা নয়" মধুমতি সেতু "নাম করণ হবে, পরিদর্শনে ওবায়দুল কাদের

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৮ পূর্বাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এভাবে বলেন যে, ‘তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের নির্দেশে মিউজিয়ামে চলে গেছে। আপাতত ওটা আর ফিরে আসা সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি আশ্বস্ত করছি। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।


বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানী ও নড়াইলের মধ্যবর্তী কালনা ঘাটে মধুমতী নদীর ওপর নির্মিত  সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


তিনি আরো বলেন, বিএনপি প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন পূর্ণ হবে না। বিএনপি প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে। তবে বিএনপি বার বার একই কথা বলে পানি ঘোলা করছে। পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলো করে লাভ হবে কিনা আমি জানি না। তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না এলে তাদের কোনো বিকল্প পথ আছে বলে আমার মনে হয় না।


এ সময় উপস্থিত ছিলেন , গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়শা সিদ্দিকা, কাশিয়ানী উপজেলার নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মোঃ আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, প্রকল্প পরিচালক সহ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া এবং গণমাধ্যম কর্মীগণ।

জেলার খবর এর আরও খবর: