ফরিদপুর চিনিকলে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
সুজল খাঁন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে দক্ষিণ বঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান। ফরিদপুর চিনিকলে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ সুগাক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীর বাস্তবায়নে গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক দিন ব্যাপি কৃষি বিভাগের জনবল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২২ ইং রোজ সোমবার সকাল ৯টায় ফরিদপুর সুগারমিল লিমিটেডের প্রশিক্ষণ কমপ্লেক্স মিলনায়তনে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মাদ খবির উদ্দিন মোল্যার সভাপতিত্বে বি এসআরআই বৈজ্ঞানিক কর্মকর্তা তাসফিকুর আমিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মোঃ আমজাদ হোসেন। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানীক কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক ড.মোঃ শামসুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সুগারমিল লিমিটেডের মহাব্যবস্থাপক কৃষি মুহাম্মাদ আনিসউজ্জামান প্রমুখ।