উৎস এবার ৩য় বর্ষপূর্তি ভিন্ন ভাবে উদযাপন করলো
প্রতিবেদকঃ টিপু সুলতান,
ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর মধ্যে অন্যতম উৎস। গতকাল ২৮ সেপ্টেম্বর উৎসের প্রতিষ্ঠা বার্ষিকী। গৌরবের ৩য় বর্ষপূতি উপলক্ষে উৎস পরিবার একটি মাদ্রাসায় কোরানের পাখিদের প্রতিভা যাচাই ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলো।
দিন ব্যাপী এই আয়োজনে ছিলো মাদ্রাসাটির সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে দুপুরের খাওয়া-দাওয়া। প্রতিভা যাচাই প্রতিযোগিতা। তারপর পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের। শেষ আয়োজন ছিলো সবার জন্য বিকালের নাস্তা।
উৎস শুরু থেকে ধারাবাহিক ভাবে মানবকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য জনসচেতনতা মূলক প্রচারণা, করোনার রেজিষ্ট্রেশন, দারিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। কর্মসংস্থান সৃষ্টি, দূর্যোগকালীন সময় মানুষের পাশে থাকা। বৃক্ষরেপন, ব্লাড ডোনার করা সহ বিভিন্ন মানবসেবা মূলক কাজ করে যাচ্ছে।
দূর্গম চরের মানুষকে নিয়ে কাজ করে এই সংগঠনটি। সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে উৎস সংগঠনটি ত্রাণ বিতরণ করে।
উৎস পরিবারে সাথে কথা বলে জানতে পারলাম তারা আগামীতে আরো সেবা মূলক কার্যক্রম করবে। তারা চায় দেশের মানুষের জন্য কিছু করা তাদের জায়গা থেকে।
আলোচিত বার্তার পক্ষ থেকে উৎস পরিবারের জন্য শুভেচ্ছা রইলো। তারা একদিন দেশের সেরা স্বেচ্ছাসেবী সংগঠন হবে।