টেন্ডার ছাড়াই ইউনিয়ন পরিষদের পুকুর ভরাট,আইনকে বৃদ্ধাঙ্গুলী
নুরল আমিন রংপুর ব্যুরোঃ
নীলফামারী জলঢাকায় শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজ ক্ষমতা বলে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বুড়ি তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে কোন প্রকার টেন্ডার ছারাই ভরাট করছে সরকারি পুকুর।
অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান নুরুজ্জামান কোন প্রকার টেন্ডার ছারাই পুকুরটি ভরাটের কাজ হাতে নেন সরেজমিনে যেয়ে দেখা যায় পার্শবর্তী বুড়িতিস্তা নদী থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারের দুইটি ড্রেজার মেশিন দিয়ে প্রায় ৪০০০ ফিট পাইপ সংযোজন করে বালু উত্তলন করে চলছে পুকুর ভরাটের কাজ।এতে করে গত কদিন ধরে বালু উত্তলন মেশিনের পানি নিয়ে বিপাকে পরেছে পুকুর সংলগ্ন তিনটি পরিবার।প্রতিদিন হাটুপানি পেরিয়ে যাতায়াত করতে হয় তাদের। নাওয়া খাওয়া সব প্রায় বন্ধ।সরেজমিনে আরো পাওয়া তথ্যঅনুযায়ী বোমা মেশিন মালিক মোঃ সুমন ইসলাম (৪০) সূত্র হতে জানাগেছে, প্রায় ১ লক্ষ বালু দিয়ে পুকুর ভরাটের কাজটি চুক্তি নিয়েছেন যতদিন না পুকুরটি ভরাট না হয় ততদিন মেশিন চলবে বলে জানান তিনি।,কিন্তু, এই পুকুরটি ভরাটের বিষয়ে অনেক ব্যবসায়ি অভিযোগ করে বলেন বাজারের আশেপাশে একটিমাত্র পুকুর এই একটিমাত্র পুকুর যদি ভরাট হয়ে যায় তবে যেকোন আগুন দূর্ঘটনা হলে পানি কোথায় পাবো তাই পুকুটি ভরাট না করাই ভালো।তাছারা কোন প্রকার আইনি প্রক্রীয়া সম্পুন্ন করা ছরা চেয়ারম্যান এটা করতে পারে না।এ বিষয়ে ১০ নং ইউনিয়ন পরিষদ সচিব মামুন আর রশিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা তবে চেয়ারম্যান সাহেব মনে হয় এ বিষয়ে কারো সাথে কথা বলেছেন। অপরদিকে ইউনিয়নের শৌলমারি ভূমি অফিস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান চৌধুরীর কাছে জমির পরিমান, দাগ,খতিয়ানের বিষয়ে জানতে চাইলে বলেন,যারা পুকুরে বালু ভরাট করতেছে তাদের কাছে জিজ্ঞেস করেন তারা ভালো জানে। অপরদিকে ১০ নং শৌলমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামানে কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কৌশলগতভাবে সাংবাদিকদের এরিয়ে যান। তিনদিন ধরে অনেক চেষ্টা করার পরেও চেয়ারম্যান সাংবাদিকদের কোন প্রকার তথ্য দেয়নি। পরে মুঠোফোনে চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, এ বিষয়ে ইউএনও স্যার জানে ওনার কাছে বক্তব্য নেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, শৌলমারী ইউনিয়ন ভূমি অফিসের বাউন্ডারী দেয়াল ধসে পরছে। সেটি সংস্কারের জন্য বলেছি। চেয়ারম্যানকে পুরাটা পুকুর ভরাট করতে বলিনি।