নাভারন কলেজের প্রতিষ্ঠাতা তবিবুর রহমানের ছবি প্রতিকৃতি ও ফলক উন্মোচন
এস এম আব্দুল্লাহ,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মরহুম তবিবুর রহমান সরদারের ছবি প্রতিকৃতি ও প্রধান গেটের ফলক উন্মোচন করা হয়েছে।
বৃহস্প্রতিবার (৬ ই অক্টোম্বর) সকাল ১১টার সময় কলেজের গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান এ ফলক উন্মোচন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রহীম খলিল, উপাধ্যক্ষ আব্দুর রউফ, দাতা সদস্য ডাঃ আব্দুল মতালেব, গভাণিং বর্ডির সদস্য নাভারন কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক খবির আহমেদ খান, শিক্ষানুরাগী সদস্য শাহারিয়ায় আলম বাদল, অভিভাবক সদস্য শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক হাজী বাবলু, মৎসজীবিলীগের সভাপতি ওহিদুজ্জামানসহ অত্র কলেজের শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষক/শিক্ষিকা ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচন শেষে মরহুম তবিবুর রহমান সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।