ঢাকা-বরিশাল মহাসড়ক মোল্লাকান্দি তেলের পাম্পের সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০৯:০৬ পূর্বাহ্ন   |   জেলার খবর


আলোচিত বার্তা প্রতিনিধি মোঃ রিয়াজ ফকির,


ঢাকা-বরিশাল মহাসড়ক মোল্লা কান্দি তেলের পাম্পের সংলগ্ন এলাকায় 07/10/22/ সন্ধ্যা 7 টায় আনুমানিক, সড়ক দুর্ঘটনার নিহত ২ আহত ১ আহত জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।


নিহতরা হলেন পলাশ মাতুব্বর ২৭, তার বাড়ি রাজৈর থানা মোল্লাদী গ্রাম বাজিতপুর ইউনিয়নে ।ও তার আত্মীয় আফরোজা আক্তার ২৫, নিহত হয়েছেন। আহত জনের ঠিকানা এখন জানা যায়নি।


দুর্ঘটনা কারণ জানতে চাইলে সেখানকার লোকজন আমাদের জানায় বাইকে থাকা দুইজন আরোহী অপর এক আরোহী রাস্তা পার হওয়ার সময় ধাক্কা লাগে বাইকের সাথে।

 সেই ধাক্কা লাগার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন নামক বাসের সাথে ধাক্কা লাগে সাথে সাথে ঘটনাস্থলে বাইকে থাকা দুই আরোহী সঙ্গে সঙ্গে মারা যায়।

 আর বাইকে ধাক্কা লাগা আরোহী রাজৈর হসপিটাল থেকে ফরিদপুর মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: