বরগুনা জেলা পরিষদ নির্বাচন ২ নং ওয়ার্ড জনপ্রতিনিধিদের সমার্থনে এগিয়ে সদস্যপ্রার্থী আহুরুজ্জামান আলমাস খান।
মোঃ ইমরান হোসাইন, আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের (আমতলী উপজেলা ) সদস্য পদে প্রার্থী হয়েছেন চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কর্মীবান্ধব নেতা আহুরুজ্জামান আলমাস খান। তিনি (হাতী) প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। ইতোমধ্যে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ০৭ টি ইউনিয়ন ও ১’টি পৌরশহরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আহুরুজ্জামান আলমাস খান , দলের তৃণমূলের কর্মীদের কাছে দুঃসময়ের নেতা বলে পরিচিত। আহুরুজ্জামান আলমাস খান নির্বাচিত হতে পারলে আগের তুলনায় জেলা পরিষদের মাধ্যমে আমতলী উপজেলার আরো উন্নয়ন হবে বলে মনে করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
আহুরজ্জামান আল মাস খানও তার সর্মাথকরা ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে দিনরাত প্রচার-প্রচারণা, চালাচ্ছেন দিচ্ছেন, কাঙ্ক্ষিত সেবা ও সহযোগিতার প্রতিশ্রুতি, এতে মিলছে ভোটারদের আশানুরুপ সমর্থন। আমতলী উপজেলা পরিষদ ৭টি ইউনিয়ন পরিষদ ০১টি পৌরসভার সকল নির্বাচিত জনপ্রতিনিধি মেয়র কাউন্সিলর, মেম্বার চেয়ারম্যানদের ভোটে নির্বাচিত হতে প্রতিটি ইউনিয়নে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এই রাজনীতিবিদ।
আমতলী উপজেলা বরগুনা জেলা পরিষদের ২ নং ওয়ার্ডে মোট ভোটার ১০৪ জন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান ও মেম্বারদের সাথে কথা বলে জানা যায়, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ঠিকাদার আহুরুজ্জামান আলমাস খান তাদের পছন্দের শীর্ষে রয়েছেন। প্রতীক পাওয়ার পর থেকে প্রতিটি ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চাচ্ছেন এবং দোয়া প্রার্থনা করছেন দিচ্ছেন নির্বাচিত হতে পারলে সচ্ছতার সাথে কাজ করার প্রতিশ্রæতি।
আমতলী পৌরসভা ,আমতলী সদর, হলদিয়া, আড়পাঙ্গাশিয়া, কুকুয়া. চাওড়া, গুলিশাখালী, আঠারগাছিয়া,ইউনিয়ন , পৌর সভার মেয়র,কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বারদের সাথে কুশল বিনিময়সহ বিভিন্ন মাধ্যমে সার্বক্ষনিক যোগাযোগ রেখে ভোটারদের মন জয় করে চলেছেন।ভোটারদের সতস্ফুর্ত অংশগ্রহণে ভোটারদের কাছে এগিয়ে রয়েছেন আহুরুজ্জামান আল মাস খান এমনই অভিমত ভোটারদের।
চাওড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জয়নাল আবেদিন বলেন, আহুরুজ্জামান আলমাস খান একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি, আমরা তাকে জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।’
গুলিশাখালী ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এ নির্বাচনে উপজেলার বিভিন্ন এলাকায় আহুরুজ্জামান আলমাস খান ১৭ই অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়ী হবেন বলে আমরা আশাবাদি।
খোজ নিয়ে জানা গেছে, আহুরুজ্জামান আলমাস খান একজন দানবীর ব্যাক্তি অসহায় মানুষের পাশে থাকেন সার্বক্ষনিক। বিশেষ করে আওয়ামীলীগ নেতা হিসাবে আহুরুজ্জামান আলমাস খান আওয়ামীলীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে অত্যান্ত জনপ্রিয় মুখ । আহুরুজ্জামান আল মাস খানের কাছ থেকে কোন অসহায় মানুষ কোন দিন খালি হাতে ফিরে আসেনী তাদেরকে তিনি আর্থিক ভাবে সহায়তা করে যাচ্ছেন। এ ছাড়া মসজিদ মাদ্রাসা মন্দিরে অনাবরত দান করে যাচ্ছেন নিয়মিত।
এ প্রসঙ্গে আহুরুজ্জামান আলমাস খান বলেন, রাজনীতি হচ্ছে জনগনের সেবা করা। অসহায় মানুষের পাশে দাড়ানো।আমি আমার সাধ্যমত জনগনের সেবা, অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলে জেলা পরিষদ থেকে আমতলী উপজেলার ন্যায্য হিস্যা আদায় করে নিয়ে অসবো ইনশা আল্লাহ। জাতীর পিতার কন্যা মাননীয় প্রদানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমতলী উপজেলা বাসীর সেবা করে যাবো।