লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্দ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
মোঃ আমির হোসেন সৈয়দপুর(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
আজ নীলফামারী জেলার সৈয়দপুরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস - ২০২২ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আহ্বায়ক লায়ন আব্দুল্লাহ-আল জেহাদী। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সদ্য প্রাক্তন সভাপতি লায়ন সাজ্জাদ হোসেন উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধানী রংপুর মেডিক্যাল কলেজ ইউনিটের উপদেষ্টা মো. আল মামুন বক্তব্য রাখেন।
এতে অন্যান্যদের মধ্যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনার জেলা ৩১৫এ ২ এর কো-অর্ডিনেটর (রংপুর ডিভিশন) ও লায়ন্স স্কুল এন্ড কলেজের পর্ষদের সভাপতি লায়ন রেয়াজুল আলম রাজু এমজেএফ, অক্টোবর সেবা মাস উদ্যাপন কমিটির আহ্বায়ক লায়ন প্রভাষক আব্দুল মান্নান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সম্পাদক লায়ন সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ লায়ন মশিউজ্জামান শৈবাল,ডিরেক্টর লায়ন শফিউল আলম সাজুহসহ অন্যান্য লায়ন্স সদস্যরা এবং লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৯টা থেকে বিকেল দুইটা পর্যন্ত সন্ধানী রংপুর মেডিক্যাল কলেজ ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।
অক্টোবর সেবা মাস -২০২২ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের গৃহিত কর্মসূচির চতুর্থ দিনে আগামীকাল (৮ অক্টোবর) রয়েছে দৃষ্টি শক্তি পরীক্ষা ও ছানি অপারেশন। উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মো. মোখছেদুল মোমিনসহ লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের অন্যান্য সদস্যবৃন্দ।