লালপুরে আওয়ামীলীগ নেতা সন্ত্রাসী রুহুলকে গ্রেফতাররের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১১:১০ পূর্বাহ্ন   |   জেলার খবর


লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সন্ত্রাসী,চাঁদাবজ ও এলাকার ত্রাস রুহুল আমিন ও তার চাচাতভাইসহ তাদের সহযোগীদের গ্রেফাতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কদিমচিলান নতুন বাজার (কিলিকমোড়) এলাকার বনপাড়া-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উসমানগনি, সবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান শমু, নগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আতাহার আলী প্রমুখ। 

বক্তারা বলেন, রুহুল আমিন ও আলমসহ তাদের সহয়োগীরা দীর্ঘদিন ধরে এলাকায়  চাঁদাবাজি, বাড়িঘর ভাংচুর, আগ্নেয় অস্ত্র দিয়ে গুলি করে আহতকরা, চাঁদা আদায়ের জন্য মারপিট সহ  এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এসব কর্মকান্ডের প্রতিবাদ করলে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি দেখানো,মারপিট করে ও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দেন। তারা আরো জানান, উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে লালপুর ও বড়াইগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। তার পরেও তাদের সন্ত্রাসী কর্মকান্ড কমছেনা বরং দিনদিন আরও বেড়েই চলছে। উপায় না দেখে মানববন্ধন করছে এলাকাবাসি। তারা তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এবিষয়ে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভিযুক্ত রুহুল আমিন জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক।

এবিষয়ে কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা জানান,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের বিরুদ্ধে (প্রতীকের পক্ষে) নির্বাচন করেছে এবং সে একজন বাজে প্রকৃতির ছেলে।

জেলার খবর এর আরও খবর: