যশোর শার্শায় মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে শার্শায় বর্ণাঢ্য র‌্যালি

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৮:২৬ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে যশোরের শার্শায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শার্শা বাজারের গুরুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


র‌্যালিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে এক আলোচনা সভায় দেশ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কর্মকর্তাগণ।


উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান,জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান,শার্শার চেয়ারম্যান কবির উদ্দীন তোতা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলার খবর এর আরও খবর: