মধুখালীতে তালবীজ রোপন উদ্বোধন

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৮:২৯ অপরাহ্ন   |   জেলার খবর


সুজল খাঁন ,মধুখালী ফরিদপুর প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালী উপজেলার বেসরকারী স্বেচ্চাসেবী সংগঠন ‘মেগচামী এক্সপ্রেস’ এর উদ্যোগে ১০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৮ টায় ২য় ধাপে তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


গোপীনাথপুর শ্মশান ঘাটে উদ্বোধন করেন মেগচামী এক্সপ্রেস এর প্রতিষ্ঠাতা আওলাদ হোসাইন খান। এসময়  উপস্থিত ছিলেন মেগচামী এক্সপ্রেস টিমের সদস্য পলাশ শেখ, আলাউদ্দিন কাজী,বসির আহমেদ,মুস্তাফিজুর রহমান,জাহিদুল,সরজিৎ,আকাশ,শুভ, আশিক সিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মেগচামী এক্সপ্রেস এর সভাপতি আওলাদ হোসেন খাঁন জানান,সামাজিক বনায়ন ও বজ্রপাত প্রতিরোধের লক্ষে প্রথম পর্যায়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়কের গোপীনাথপুর সরকার বাড়ী হতে এগার পল্লী মহা শ্মশান ব্রিজ পর্যন্ত তালবীজ রোপন করা হয়েছিল।  


দ্বিতীয়  পর্যায়ে শ্মশান ব্রিজ হতে নড়কোনা ব্রিজ পর্যন্ত চার শতাধিক তাল বীজ রোপন করার কার্যক্রম উদ্বোধন করা হলো। পরবর্তীতে পর্যায় ক্রমে মেগচামী ইউনিয়ন ব্যাপি তালবীজ রোপন করা হবে।

জেলার খবর এর আরও খবর: