রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে জীবন নাহার খান নির্বাচিত

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১০:৩৪ অপরাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখা'র  ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২২ এর ভোটগ্রহন ১৯ নভেম্বর শনিবার রায়গঞ্জের ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দে উৎসবমুখর পরিবেশে  অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মোট ৪৮০ ভোটের মধ্যে ৪৬২ জন শিক্ষক ভোট দেন। ভুইয়াগাতী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী তালুকদার সভাপতি ও হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন তালুকদার সচিব নির্বাচিত হন। এবং গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জীবন নাহার খান যুগ্ম মহিলা বিষয়ক সচিব পদে ৩১৮ ভোট পেয়ে জয়লাভ করেন  এবং তার নিকটতম প্রতিদন্ধী অষ্টমী রানী পান ১৩২ ভোট। এ জয়লাভে গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন  এ জয়লাভে আমরা অনেক আনন্দিত এবং রায়গঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের সকল ভোটারদের আমাদের প্রতিষ্টানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

জেলার খবর এর আরও খবর: