গোপালগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৫
মো: ইকবাল হোসেন,
গোপালগঞ্জ: গোপালগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৫ ব্রাজিল সমর্থক। গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় সন্ধ্যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সময় উভয় পক্ষের ধস্তাধস্তি ও হাতাহাতি সংঘর্ষে রুপ নিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হয়। আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার এবং অরুন জমাদারের ছেলে আশিক জমাদারকে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অপর তিন জন হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। এ ঘটনার পরে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছেন সদর থানা পুলিশ।