বিভাগীয় সমাবেশ সফল করতে বাঘায় বিএনপির লিফলেট বিতরণ

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১০:০৮ অপরাহ্ন   |   জেলার খবর


মোস্তাফিজুর রহমান বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ

আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে  রাজশাহীর বাঘায় লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল ।

রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা তেঁথুলিয়া বাজার এলাকায়সহ উপজেলার বিভিন্ন স্থানে আনোয়ার হোসেন উজ্জলের নেতৃত্বে  নেতারা এ লিফলেট বিতরণ করেন। নেতাকর্মীরা  উপজেলার মীরগঞ্জ এলাকা হয়ে উপজেলা সদর পরে তেঁথুলিয়া, আড়ানী পৌর বাজার সড়কের মোড়ে মোড়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য আহŸায়ক জানানো হয় এ লিফলেটে।

এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন।  বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয় লিফলেটে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা বিএনপির সভাপতি, জেলা  বিএনপির আহŸায়ক  কমিটির সদস্য সহকারি অধ্যপক  মো. জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নজরুল ইসলাম,  আড়ানী পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম, চারঘাট উপজেলার সাবেক সভাপতি  সহকারি অধ্যাপক  ইউনুছ আলী তালুকদার, চারঘাট পৌর  বিএনপির সভাপতি কায়েম উদ্দিন, সাধারণ সম্পাদক মুরাদ পাশা, বাঘা  উপজেলা যুবদলের সাবেক সভাপতি ,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন,সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোমিনুল ইসলাম হিটলার, আব্দুল সালাম,জুয়েল প্রমুখ।  


লিফলেট বিতরণকালে  বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জল বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মী যোগদানের কথা রয়েছে। ইতোমধ্যে বাস মালিকরা  ধর্মঘটের ডাক দিয়েছেন। নেতাকর্মীরা প্রয়োজনে পাঁয়ে হেঁটে সমাবেশে যাবেন । কোনো প্রতিবন্ধকতা বাধাই সৃষ্টি করতে পারবে না।

জেলার খবর এর আরও খবর: