কমলগঞ্জে ৬৩ বোতল বিদেশি মদসহ আটক ১

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১০:১৫ অপরাহ্ন   |   জেলার খবর


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজারঃ

শনিবার (২৬ নভেম্বর) রাতে কমলগঞ্জ থানাধীন শমসেরনগর থেকে ৬৩ বোতল ভারতীয় মদসহ আজিম আলী(২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শমশেরনগর পুলিশ ফাঁড়ি । 


গতকাল রাতে শমশেরনগর ফাঁড়ির এসআই সোয়েল রানা  এবং এএসআই এনামুল হক, এএসআই বাবুল মিয়া সহ  শমশেরনগর-কুলাউড়া রোডের কেচুলুটি নামক স্থানে রাত্রিকালীন চেকপোস্ট করার সময় একটি সিএনজিকে থামার জন্য সিগনাল দেয়। সিএনজি না থামিতে দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে সিএনজিতে থাকা যাত্রীরা পালানোর চেষ্টা করে। সেখান থেকে অফিসার ফোর্সের সহায়তায় আজিম আলী নামে একজনকে আটক করে। পরে তার কাছে থাকা দুইটি বস্তার ভেতর থেকে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা। 


আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, চাতলাপুর সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে কুলাউড়া নিয়ে যাচ্ছিল সে। তার সাথে আরও ৩ জন ছিল। 


আটককৃত ব্যক্তি এবং পলাতক আরও ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি আজিম আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জেলার খবর এর আরও খবর: