কালকিনিতে ছাত্রদলের উপর পুলিশের লাঠিচার্জ

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন   |   জেলার খবর


নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের নেতাকর্মীরউপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে।

এতে ৫ জন আহত হয়েছে।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালে কালকিনি উপজেলা পরিষদের সামনে কালকিনি-ভুরঘাটা সড়কে এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম সুজন একটি মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলার কয়ারিয়া ইউনিয়নে নিজ বাসভবনের দিকে যাচ্ছিল। এসময় মোটর শোভাযাত্রাটি উপজেলা চত্বরে পৌছালে পুলিশ তাদের বাধা দেয়।একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ছাত্রদলের নেতা খাইরুল আলম সুজন বলেন, আমি আমার বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে গ্রামের বাড়ি যাচ্ছিলাম কিন্তু হঠাৎ পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা খাইরুল আলম সুজন কোন গাড়ীবহর নিয়ে একটা বিশৃঙ্খলা করছিলো। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

জেলার খবর এর আরও খবর: