দৌলতপুরে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন   |   জেলার খবর


রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:


মানিকগঞ্জের দৌলতপুরে আজ২৭শে,সেপ্টেম্বর-২৫ইং  রোজ- শনিবার,  ইসলামী আন্দোলন বাংলাদেশ, দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে - পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, আয়োজন সময়ের দাবি- স্লোগানে ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি সকাল ৯.৩০ মিনিটে, দৌলতপুর উপজেলা হাসপাতাল মসজিদ প্রাঙ্গন হতে শুরু হয়ে দৌলতপুর স্বপ্ন সেতু তথা কাঠের ব্রীজ পর্যন্ত প্রদক্ষিণ করে  দৌলতপুর বাজার বটতলায় এসে সমাপ্ত হয়।


 বিক্ষোভ মিছিল শেষে, আলহাজ্ব নূরূল ইসলাম মিলিটারি, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দৌলতপুর উপজেলা শাখা'র সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথির আসনে ও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, এম পি প্রার্থী, মানিকগঞ্জ -১ আসন। প্রধান অতিথির বক্তব্যে ৫ দফা দাবি তুলে ধরে,তিনি নির্বাচিত হলে দৌলতপুর উপজেলার প্রত্যন্ত রাস্তাঘাটের উন্নয়নসহ, সামগ্রীক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। 


এছাড়া আরো বক্তব্য রাখেন ,জনাব মোঃ আহসান উল্লাহ, সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ- বাঘুটিয়া ইউনিয়ন শাখা, জনাব মোঃ 

সফিকুল ইসলাম, শিক্ষা  ও সাংস্কৃতিক বিষয়ক  সম্পাদক, মানিকগঞ্জ জেলা শাখা ,জনাব মোঃ আনছার আলী, বাংলাদেশ  মুজাহিদ কমিটি, দৌলতপুর উপজেলা শাখা,  মাও: সোলাইমান হোসাইন, সিনিয়র  সহ:সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ,মানিকগঞ্জ জেলা শাখা,জনাব মোঃ মিজানুর রহমান সেক্রেটারি ইসলামী আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখা,  জনাব  আব্দুল হাই, সভাপতি, খলসি ইউনিয়ন শাখা প্রমুখ বক্তব্য রাখেন। 


বক্তারা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ  গড়ার প্রত্যয় ব্যক্ত  করেন। 

বক্তব্যে আরও বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবি,   নির্বাচনী সবার অংশ গ্রহন,ভারতের  তাবেদারদের নিষিদ্ধের দাবি রেখে বক্তব্য দেন । নারারে তাকবিরের  ধ্বনিতে মুখরিত হয়  দৌলতপুরের পথ প্রান্তর।  হাফেজ মোঃ শহিদুল্লাহ, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানিকগঞ্জ

জেলা শাখার- মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা সমাপ্ত  হয়।

জেলার খবর এর আরও খবর: