রাজশাহী মহানগর ডিবির অভিযানে অভিনব কায়দায় ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ০১।

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ১২:২৩ অপরাহ্ন   |   জেলার খবর


লিয়াকত রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগর এলাকায় মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক নির্দেশে, মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ আশিক ইকবাল এর নের্তৃত্বে এসআই, এএসএম সাইদুজ্জামান, এসআই, মোঃ রবিউল ইসলাম, এএসআই, মোঃ সাইদুল ইসলাম, এএসআই, মোঃ কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার বিকাল ০৪.৫০ ঘটিকার সময় শাহমখদুম থানাধীন আমচত্তর বিআরটিএ অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে মিনি পিকআপ ভ্যানের মধ্যে ৭৫ টি আম গাছের চারার নিচে ০৫ টি বস্তা ভর্তি ধানের ভিতর অভিনব কায়দায় পলিথিনের কেইস এ রক্ষিত অবস্থায় ৫১০ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ একজন গ্রেফতার। 


গ্রেফতারকৃত আসামী হচ্ছে ১। মোঃ আব্দুল রাজ্জাক (৩০) পিতা-মোঃ মোক্তার আলী, সাং-ছোটবনগ্রাম, থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহী। এ সংক্রান্তে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। নগরীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। 


এবিষয়টি নিশ্চিত করে বার্তা পাঠিয়েছেন, আরএমপির মুখপাত্র মোঃ গোলাম রুহুল কুদ্দুস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর)।

জেলার খবর এর আরও খবর: