হয়রানির শিকার হলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার আহ্বান, ঝিনাইদহ পুলিশ সুপার।

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৯:০৫ অপরাহ্ন   |   জেলার খবর


খোন্দকার আব্দুল্লাহ বাশার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ


 ২৪ তাং মঙ্গলবার সকালে  জেলার বিভিন্ন উপজেলার হতে আগত ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আগত সকল সেবা প্রত্যাশীদের সাথে পুলিশি সেবা সম্পর্কে খোঁজখবর নেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম।তারা কোন প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা তা জানতে চান এবং হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানান।  এ সময় তিনি অারও উল্লেখ করেন যে পুলিশি সেবা নিতে কোন টাকা পয়সা লাগে না।পরবর্তীতে তিনি সকলের হাতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলে দেন।

জেলার খবর এর আরও খবর: