শেষ বিদায় চলে গেলেন ফুটবল জগতের কিংবদন্তি দিয়াগো ম্যারোডোনা।

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০১:৩৭ অপরাহ্ন   |   জেলার খবর


থানা প্রতিনিধি মোঃ রিয়াজঃ

পৃথিবীকে শেষ বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা,

বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

১৯৬০ সালের ৩০ অক্টোবর জন্ম নেয়া এই বিরল ফুটবল প্রতিভা কোচ ও ম্যানেজার হিসেবেও পরবর্তীতে সরব ছিলেন। ফুটবলের আরেক কিংবদন্তি পেলের সাথে ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ের তালিকায়ও ছিলেন ম্যারাডোনা।

একজন কিংবদন্তি ফুটবলার কে ফুটবলপ্রেমীরা হারালেন এতে কোন সন্দেহ নেই,১৯৭৭ সালের ২৭ ফেব্রুয়ারি তারিখে ১৬ বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয়।

অধিনায়ক হিসেবে ১৯৮৬ সালে দলকে এনে দেন স্বপ্নের বিশ্বকাপ।সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২–১ গোলে জয়ের পিছনে অবদান রাখে তার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’। 

১৯৯০ সালে তার একক নৈপুণ্যের কারণে ও দলকে ফাইনালে তোলেন দিয়াগো ম্যারাডোনা, কিন্তু দুর্ভাগ্যবশত জার্মানির কাছে এক গোলে হেরে তার স্বপ্ন ভঙ্গ হয়। বিদায় কিংবদন্তি ফুটবল জগতের বস, ফুটবল জগতে একজন নক্ষত্র কে হারালো ফুটবল প্রেমিরা।

জেলার খবর এর আরও খবর: