টুঙ্গিপাড়ায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি।

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৭:৩৩ অপরাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 প্রধানমন্ত্রীর ঘোষণা, স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা ও লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২, স্বাস্থ্য সহকারীদের ১৩ এবং প্রশিক্ষণ পরবর্তী স্বয়ংক্রিয় ভাবে ১১ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে স্বাস্থ্য সহকারীরা।


 আজ বৃহস্পতিবার সকাল থেকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন টুঙ্গিপাড়া শাখার নেতৃত্বে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করে তারা।


এসময় বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি, মোঃ মারুফ মোল্ল্যা, সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, সাংগঠনিক সম্পাদক মুরাদ মুন্সী সহ স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: