মাহিন্দ্রোর লাঙ্গলের ফাঁলে পিষ্ট হয়ে জীবন গেল এক বৃদ্ধের।

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১১:৪৩ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃআবু তাহের নীলফামারী ব্যুরো প্রধানঃ

নীলফামারীর জেলার কিশোরগঞ্জে জমি চাষ করা মাহিন্দ্রো লাঙ্গলের ফাঁলে পিষ্ট হয়ে রহিম উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বইদপাড়া গ্রামে। নিহত রহিম উদ্দিন একই গ্রামের মৃত শমসের উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুরাতন টেঁপারহাট সংলগ্ন ফজলে মাষ্টারের জমি চাষ করছিলেন গঙ্গাচড়া উপজেলার আলমবিধিতর ইউনিয়নের সয়রাবাড়ী কাছারীপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে বারিউল ইসলাম। এমতাবস্থায় অপর একটি ভাড়ায় চালিত মাহিন্দ্রোর চাষ করা বন্ধ করতে বলেন, রহিম উদ্দিনের সাথে মাহিন্দ্রোর চালক ও চালকের লোকের সাথ হাতাহাতি ও ধাক্কা-ধাক্কি হলে একপর্যায়ে  রহিম উদ্দিন মাহিন্দ্রোর লাঙ্গলের ফাঁলে পড়ে গিয়ে পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান।


এব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জেলার খবর এর আরও খবর: