সার্কিটের অগ্নিকাণ্ডে সব পুড়ে ৮ টি পরিবার খোলা আকাশের নিচে।আলোচিত বার্তা।

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ১২:৩৪ পূর্বাহ্ন   |   জেলার খবর


৫ নং খাতামধুপুর ইউনিয়ন এর পঞ্চায়েতপাড়ায় শর্ট মোঃ আমির হোসেন

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,


আজ রবিবার ২৯ নভেম্বর ২০২০

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ৫ নং খাতামধুপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে খালিশা ধুলিয়া পঞ্চায়েতপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ৮ টি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২,০০০,০০০ টাকা।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেনঃ

১/মোঃ আলি হোসেন 

পিতাঃ মৃতঃ আব্দুল গণি

২/নুর হক

পিতাঃ মোঃ আলি হোসেন 

৩/মোঃ এনামুল হক 

পিতাঃ মৃত জরিমুদ্দিন

৪/নুর জামাল 

পিতাঃ আলি হোসেন 

৫/মাজেদুল ইসলাম 

পিতাঃ এনদাদুল হক

৬/মানিকুল ইসলাম 

পিতাঃ এনদাদুল হক 

৭/ময়নুল ইসলাম 

পিতাঃ এনদাদুল হক

৮/আহিমা বেগম 

স্বামী মোঃ গুলজার হোসেন। 


এ সময় ৫ নং খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুয়েল চৌধুরী জানান দুপুর নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই সময় তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারমধ্যেই ৮ টি পরিবারের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।


ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এই সময় উপজেলা প্রশাসনের চেয়ারম্যান,ইউএনও,এসি ল্যান্ড উপস্থিত হয়ে শুকনো খাবার ও পরিবার প্রতি পাঁচটি করে কম্বল দিয়েছেন।

জেলার খবর এর আরও খবর: