নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী প্রদান করেন নিজাম উদ্দিন জিটু।

 প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০৪:৪২ পূর্বাহ্ন   |   জেলার খবর



মোরশেদ আলম,সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধিঃ

সাহসী সাংবাদিকদের কারণেই সমাজ বদলে যায়। আপনারা নির্ভয়ে সমাজের অসঙ্গতি তুলে ধরবেন বলে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। 


মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী উপহার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন জিটু আরো বলেন,সাংবাদিকতার থেকে বড় কোনো শক্তি নেই। করোনাকারীন সময় সম্মুখ যোদ্ধা হিসেবে তাদেন অবদান অনস্বীকার্য। করোনা পরিস্থিতিতে মাস্ক পরা, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলাসহ জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। আমাদের এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসচেনতা সৃষ্টি। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা সংক্রমণ অনেকাংশে কমে আসবে। তাহলে লকডাউনের মতো অবস্থায় আমাদের যেতে হয় না।  করোনা সংক্রমণ ঠেকানোর লড়াইয়ে এবার যোগ দিচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। দেশজুড়ে এক কোটি মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি। 


নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতিত্বে ও "নৈতিক নতুন দিন"এর জেলা প্রতিনিধি এ আর আজাদ সোহেলের সঞ্চলনায়,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু,"বাংলাদেশ প্রতিদিন" এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ,"দৈনিক দিশারী"সম্পাদক আকাশ মোঃ জসিম,"সচিত্র নোয়াখালী"সম্পাদক আমিরুল ইসলাম হারুন,"জনজমিন সম্পাদক"এডঃ হুমায়ুন কবির,"চলতি ধারা"সম্পাদক এমডি আলম,"এশিয়ান টিভি" জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক,"বিজয় টিভি" জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল,সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল ভূঁইয়াসহ আরো অনেকে।


মোরশেদ আলম 

সোনাইমুড়ী,নোয়াখালী 

01814423533

জেলার খবর এর আরও খবর: