বড়াইগ্রাম জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২১, ০৮:১১ পূর্বাহ্ন   |   জেলার খবর



নাটোরের বড়াইগ্রাম জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।রবিবার বিকেলে অধ্যাপক আব্দুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা মোঃ ঈমান আলীর সভাপতিত্বে ও যুবলীগ সম্পাদক মাসুম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারবার নির্বাচিত জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি বিকাশ কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আরিফ হোসেন, প্রধান শিক্ষক গোলাম রব্বানী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, সম্পাদক সাজেদুর রহমান প্রমূখ।এর আগে সকালে  আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগের উদ্দোগে আওয়ামীয়লীগের আঞ্চলিক পার্টি অফিস কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদরে স্বরণে ১মিনিট নিরাবতা পালন, বঙ্গবন্ধুর প্রতি কৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ছাত্রলীগের উদ্যোগে মাক্স বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলার খবর এর আরও খবর: