নীলফামারী ঈদগাহ মাঠে সব ধরণের মেলা বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা

 প্রকাশ: ২১ মে ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য



নুরল আমিন রংপুর ব্যুরোঃ


জেলা প্রশাসক জেলা পুলিশ সুপারের কোনরূপ অনুমতি ছাড়া ভূমী দস্যু ও জমিন দখলকারীদের লোভাতুর দৃষ্টি থেকে দেশের ৪র্থ বৃহত্তম নীলফামারী ঈদগাহ মাঠ বাঁচাতে মাঠে সবধরনের মেলা অনুষ্ঠান বন্ধের জন্য আপামর মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বন্ধের দাবী করেছে। কিন্তু অবৈধ মেলা আয়োজক দিনের পর দিন গোটা মাঠকে গিলে খাওয়ার উপক্রম শুরু করেছে। 

নীলফামারী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজনীতিবিদ মিজানুর রহমান মাঠ রক্ষায় শহরের বাহিরে ফুলতলা মাঠ,পলাশবাড়ী মাঠে মেলা আয়োজন করতে বলেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন মেলা আয়োজনে সৈয়দপুর-নীলফামারী প্রধান সড়কস্থ দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন মাঠের কথা বলেন। এদিকে নীলফামারী পৌর সভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, মাঠ রক্ষায় তার আন্তরিকতার কথা জানান। তিনিও মাঠ রক্ষায় শহরের বাহিরে মেলা আয়োজনের প্রস্তাব দেন। অপর দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের ক্লাশ রুমের মাত্র ২৫-৩০ গজ দূরে মেলা আয়োজন কোন ভাবেই মেনে নেয়া যায়না, এরমধ্যে যেখানে সার্কাস ও মোটরসাইকেল খেলা বসিয়েছে সেখান থেকে হাইস্কুলের ক্লাসের দেয়াল ২০ মিটারের দুরত্ব।চলতি মাসের ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের প্রাকটিক্যাল বা ব্যবহারীক পরিক্ষা হবে, কিন্তু মেলার শোরগোল ও মাইকের শব্দে পাঠদান চরম ভাবে ব্যাহত হবে কিন্তু এই বিষয়টি সংশ্লিষ্ট সকল মহলই বরাবরই এড়িয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের কথা কেউ ভাবছেন না। নীলফামারী খয়রাত হোসেন মার্কেট ও পৌর মার্কেটের ব্যবসায়ীরা কোরবানী ঈদের আগে মেলা বন্ধের দাবি জানিয়েছে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: