কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২২ পরীক্ষার পাশের হার

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন   |   শিক্ষা




ক্রাইম রিপোর্টার, নীলফামারীঃ



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি ২০২২ পরীক্ষার পাশের হার ৮৪.১৯%, জিপিএ ৫ পেয়েছে ২৬৬ জন। সবচেয়ে বেশি জিপিএ ৫ পাওয়া ৬ টি প্রতিষ্ঠান হলোঃ১.কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়।জিপিএ ৫ পেয়েছে ৮৭ জন(২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে) ২.বড়ভিটা বিএল হাই স্কুল এন্ড কলেজ। ১৮ জন(১৪০ জনের মধ্যে)

৩.রণচণ্ডী বিএল হাই স্কুল । ১৪ জন(১৯০ জনের মধ্যে) ৪. শরীফাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। ১৩ জন(২০৬ জনের মধ্যে) ৫. মেলাবার গার্লস হাই স্কুল। ১৩ জন(৭৮ জনের মধ্যে) ৬.ভেড়ভেড়ি মাজা পাড়া উচ্চ বিদ্যালয়। ১৩ জন(৯৩ জনের মধ্যে)


সর্বাধিক পাশের হার অনুযায়ী ৩টি প্রতিষ্ঠান হলো। ১.খামার গাড়াগ্রাম হাই স্কুল। পাশের হার ৯৫.৩৪%। ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৪১ জন। ২.মন্থনা উচ্চ বিদ্যালয়। পাশের হার ৯৪.৭৩%। ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১৮ জন। ৩.কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। পাশের হার ৯৭.৫৯%।২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২৪৩ জন।


সবচেয়ে বেশি পরিক্ষার্থী অংশ নেয়া ৫ টি প্রতিষ্ঠানের ফলাফলঃ ১.কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। ২৬৩ জন অংশ নেয়। পাশ করে ২৪৫ জন। পাশের হার ৯৩.১৫%। জিপিএ ৫ পেয়েছে ৮৭ জন। ২.শরীফাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। ২০৬ জন অংশ নেয়।পাশ করে ১৭৫জন। পাশের হার ৯৪.৯৫%।জিপিএ ৫ পেয়েছে ১৩ জন। ৩.রণচণ্ডী বিএল হাই স্কুল। ১৯০ জন অংশ নেয়। পাশ করে ১৬৫ জন। পাশের হার ৮৬.৮৪%।জিপিএ ৫ পেয়েছে ১৪ জন। ৪.মাগুড়া হাই স্কুল।১৮১জন অংশ নেয়। পাশ করে ১৪১ জন। পাশের হার ৭৭.৯০%।জিপিএ ৫ পেয়েছে ৬ জন। ৫.বড়ভিটা বিএল হাই স্কুল এন্ড কলেজ। ১৪০ জন অংশ নেয়।পাশ করে ১২২ জন। পাশের হার ৮৭.১৪%।জিপিএ ৫ পেয়েছে ১৮ জন।


সবচেয়ে কম পরিক্ষার্থী অংশ নেওয়া ৬ টি প্রতিষ্ঠানের ফলাফলঃ

১.মন্থনা উচ্চ বিদ্যালয়। ১৯ জনের ১৮ জন পাশ করে। পাশের হার ৯৪.৭৩%। জিপিএ ৫ পেয়েছে ১ জন। ২.গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়। ২৮ জন অংশ নেয়।২৩ জন পাশ করে।পাশের হার ৮২.১৪%।কেউ জিপিএ ৫ পেয়েছে ২ জন।

৩. দক্ষিণ ভেড়ভেড়ি গার্লস হাই স্কুল। ৩০ জন অংশ নেয়।২৪ জন পাশ করে।পাশের হার ৭৬.৯২।কেউ জিপিএ ৫ পেয়েছে ২ জন।

৪.গাড়াগ্রাম আদর্শ হাই স্কুল । ৩৮ জন অংশ নেয়। ২৯ জন পাশ করে।পাশের হার ৭৬.৩১%।কেউ জিপিএ ৫ পায় নি। ৫.দক্ষিণ সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। ৩৯ জনের ৩৩ জন পাশ করে। পাশের হার ৮৪.৬১। কেউ জিপিএ ৫ পেয়েছে ৬ জন। ৬.পূর্ব দলিরাম হাই স্কুল। ৩৯ জনের ২৯ জন পাশ করে। পাশের হার ৭৪.৩৫। জিপিএ ৫ পেয়েছে ১ জন।



উপজেলার স্কুলগুলোর মধ্যে পাশের হার সর্বনিম্ন নিতাই হাই স্কুলের। জানা যায়, প্রধান শিক্ষক আব্দুস সালাম অদক্ষতার কারণে

 পাশের হার ৬২.৯৬%। ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৩৪ জন। 


কিশোরগঞ্জ সদরের ৩ টি ঐতিহ্যবাহী স্কুলের ফলাফলঃ

১.কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। ২৬৩ জন অংশ নেয়। পাশ করে ২৪৫ জন। পাশের হার ৯৩.১৫%। জিপিএ ৫ পেয়েছে ৮৭ জন।

২.শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ।৭৪ জন অংশ নিয়ে ৬৬ জন পাশ করে।পাশের হার ৮৯.১৮%। জিপিএ ৫ পেয়েছে ৮ জন। 

৩.কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৯২ জনের মধ্যে ৭৯ জন পাশ করে।পাশের হার ৮৫.৮৬%।জিপিএ ৫ পেয়েছে ৮ জন।




মোঃ আবু তাহের 

নীলফামারী।

০১৭১৭৬৭০৭১৫

তারিখঃ ০১/১২/২২ ইং

শিক্ষা এর আরও খবর: