নতুন বছরে বই উৎসব: চাহিদার চেয়ে যশোরে তিন উপজেলায় বই এসেছে কম

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৭:০৪ অপরাহ্ন   |   শিক্ষা




মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

মাত্র ৯ দিন পর থেকে শুরু হবে বই উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সারা দেশে পৌঁছে যাচ্ছে নতুন বই। তবে যশোরে তিনটি উপজেলায় চাহিদার তুলনায় বই প্রাপ্তির হার অনেক কম। 


জানা গেছে, যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় মাধ্যমিক, প্রাথমিক, দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে মোট বইয়ের চাহিদা ১৬ লাখ ৬১ হাজার ২২৭ পিস। চাহিদার বিপরীতে জেলায় বই পৌঁছেছে ৬ লাখ ৯৭৯ পিস। এখনো বাকী আছে ১০ লাখ ৬০ হাজার ২৪৮ পিস।


জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, চাহিদার ৮ লাখ ৩০ হাজার ১১৬ পিস বইয়ের মধ্যে এসে পৌছেছে ২ লাখ ৮১ হাজার ২৯০ পিস। এর মধ্যে শার্শায় ৩ লাখ ২ হাজার ২০৭ পিস বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ২৫ হাজার ৩২ পিস। ঝিকরগাছায় ২ লাখ ৮০ হাজার ২০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৯৫ হাজার ৫০ পিস ও চৌগাছায় ২ লাখ ৪৭ হাজার ৭০৯ পিস বইয়ের মধ্যে এসেছে ৬১ হাজার ২০৮ পিস।


আরো জানায়, প্রাথমিকে ৪ লাখ ৩৯ হাজার ৯২ পিস বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ৫৯ হাজার ৯২৬ পিস বই। এর মধ্যে শার্শায় ১ লাখ ৮০ হাজার ৫১ পিস বইয়ের মধ্যে এসেছে ৬৫ হাজার ৪৯০ পিস। ঝিকরগাছায় ১ লাখ ৪৮ হাজার ৪৪৩ পিস বইয়ের মধ্যে এসেছে ৫৪ হাজার ৩২৪ পিস ও চৌগাছায় ১ লাখ ১০ হাজার ৫৯৮ পিস বইয়ের মধ্যে এসেছে ৪০ হাজার ১১২ পিস।


দাখিলে বইয়ের চাহিদার ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ পিস বইয়ের মধ্যে এসেছে ৭৬ হাজার ৪৪৯ পিস। এরমধ্যে শার্শায় ১ লাখ ৩ হাজার ৬৯২ পিস বইয়ের মধ্যে এসেছে ৩২ হাজার ৫০০ পিস। ঝিকরগাছায় ৭৮ হাজার ৮১০ পিস বইয়ের মধ্যে এসেছে ২৬ হাজার ৬৮০ পিস ও চৌগাছায় ৬৭ হাজার ৬৭ পিস বইয়ের মধ্যে এসেছে ১৭ হাজার ২৬৯ পিস।


এবতেদায়ীতে ১ লাখ ৩ হাজার ৭৫০ পিস বইয়ের মধ্যে এসেছে ৬৬ হাজার ৬০০ পিস। এরমধ্যে শার্শায় ৪৫ হাজার ২৬৪ পিস বইয়ের মধ্যে এসেছে ২৯ হাজার ৬৩২ পিস। ঝিকরগাছায় ৩২ হাজার ৬৫০ পিস বইয়ের মধ্যে এসেছে ২২০০০ পিস ও চৌগাছায় ২৫ হাজার ৮৩৬ পিস বইয়ের মধ্যে এসেছে ১৪ হাজার ৯৬৮ পিস।


এসএসসি ভোকেশানলে এ তিনটি উপজেলায় ৩৮ হাজার ৭০০ পিস বইয়ের মধ্যে এসেছে মাত্র ১৬ হাজার ৭১৪ পিস বই। এর মধ্যে শার্শায় ১০ হাজার ৫০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৫ হাজার ৮০০ পিস। ঝিকরগাছায় চাহিদার ১৫০০০ হাজার পিস বইয়ের মধ্যে এসেছে ৪ হাজার ৩০২ পিস ও চৌগাছায় ১৩ হাজার ২০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৬ হাজার ৬১২ পিস।


এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম জানান, বই আসতে শুরু করেছে। এ মাসের মধ্যে সব বই এসে যাবে। নতুন বছরে উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। 


শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, যে সব বই এখনো বাকি আছে সেগুলো নির্দিস্ট তারিখের আগে পৌছে যাবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বিদ্যালয়ে নতুন বই পৌঁছে যাবে। নতুন বছরের প্রথম দিনে ব্যাপক উৎসব করে শিক্ষার্থীদের হাতে সেই নতুন বই তুলে দেয়া হবে।

শিক্ষা এর আরও খবর: