সলঙ্গায় ৭ দিনব্যাপী বই মেলা শুরু

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন   |   শিক্ষা



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সলঙ্গায় ৭ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এই বই মেলার শুভ উদ্বোধন করেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর। প্রধান অতিথি হিসেবে রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গার মাননীয় সাংসদ আব্দুল আজিজের বই মেলা উদ্বোধন করার কথা থাকলেও অসুস্থ্যতাজনিত কারনে তার পক্ষে সলঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থেকে উদ্বোধন করেন। সলঙ্গার একটি পুরাতন সামাজিক সংগঠন "নবজাগরণ" এই বই মেলার আয়োজন করেন। আ'লীগ নেতা আলহাজ্ব নুর হোসেন ভুলুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আ'লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সহ সভাপতি শ্রী ফণি ভুষন পোদ্দার,থানা যুবলীগের যুগ্মআহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ সহ অনেকে। মেলায় সলঙ্গা থানার বিভিন্ন কবি,সাহিত্যিকদের বই সহ দেশের খ্যাতিমান লেখকদের বই স্টলে স্থান পাবে। ৭ দিনব্যাপী বই মেলার স্টল সকাল ১০ টা হতে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। প্রতি বছরের মত এবারেও এ বইমেলাকে ঘিরে সলঙ্গায় শিশু,কিশোর, তরুণ-তরুণী সহ নানা বয়সীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও পদচারণা লক্ষ্য করা যাচ্ছে।

শিক্ষা এর আরও খবর: