লালপুরে ট্যাব পেলো ৩১৮ শিক্ষার্থী

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৬:০১ অপরাহ্ন   |   শিক্ষা



লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাটোরের লালপুর উপজেলার ৫৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ৩১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মাননীয়

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব বিতরণ

করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই

স্কুলের হলরুমে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে এই ট্যাব

তুলে দেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ সূত্রধর,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী সহউপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

শিক্ষা এর আরও খবর: