কালকিনিতে "কালব" এর উদ্যোগে পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর পালন

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন   |   শিক্ষা


সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধি 

"ডেঙ্গুমুক্ত সমাজ গড়ুন, সবাই মিলে সুস্থ্য থাকুন "এই শ্লোগানে মাদারীপুরের কালকিনিতে উপজেলা শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর পালন করা হয়েছে।

 বৃহস্পতিবার (৭ নভেম্বর)  সকাল ১০ টায় উপজেলার ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে উক্ত কর্মসূচী পালন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান কালকিনি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, সংগঠনটির সহসভাপতি ও কালীগঞ্জ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, পরিচালনা পর্ষদের সদস্য এনায়েত নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান (হায়দার বেপারী), ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম, সংগঠনটির ম্যানেজার সুজন চন্দ্র দাশসহ বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ।

শিক্ষা এর আরও খবর: