কালকিনিতে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক মা
দারীপুরের কালকিনিতে উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির আয়োজনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে একাডেমির হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ও কিল্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ভিত্তিক ও সাধারণ জ্ঞানের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার প্রায় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি স্কুলের প্রথম দ্বিতীয়, তৃতীয়সহ সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কালকিনি আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগমসহ সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।