ক্যামব্রিয়ান কলেজ উত্তরা শাখায় একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মো: ইকবাল হোসেন: ক্যামব্রিয়ান কলেজ উত্তরা শাখায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ উত্তরা শাখার কলেজ অডিটোরিয়ামে নবাগত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ভাইস-প্রিন্সিপাল প্রফেসর জাহিদুর রহমান।
পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন লেকচারার রায়হান উল ইসলাম। শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো. আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ইউ রহমান সহ কলেজ ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্টাফ।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস-প্রিন্সিপাল প্রফেসর জাহিদুর রহমান। বক্তব্যের শুরুতে তিনি নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
বক্তব্যে ভাইস-প্রিন্সিপাল প্রফেসর জাহিদুর রহমান বলেন, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার। এখানে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দক্ষ ও প্রশিক্ষিত একঝাঁক শিক্ষক রয়েছেন, যারা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে আন্তরিক ও সচেষ্ট। ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের বাংলাদেশে আরও ১৭টি শাখা রয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের ৪৯৫টি উপজেলায় প্রত্যেকটিতে একটি করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-প্রিন্সিপাল আরও বলেন, আজ তোমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মাধ্যমিক জীবন শেষ করে তোমরা এখন উচ্চমাধ্যমিকের দোরগোড়ায় দাঁড়িয়েছ। এইচএসসি জীবন শুধু দুটি বছরের পাঠ নয়—এটি তোমাদের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
মনে রেখো, এইচএসসি পরীক্ষার ফলাফলই তোমাদের স্বপ্ন পূরণের প্রথম সোপান। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা দেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট অপরিহার্য। তোমাদের প্রতিটি নম্বর, প্রতিটি অধ্যবসায় ভবিষ্যতের দরজা খুলে দেবে।
বড় স্বপ্ন শুধু কল্পনায় নয়—নিরলস পরিশ্রমের মাধ্যমেই তা বাস্তবে রূপ নেয়। তোমরা প্রত্যেকে আলোর প্রদীপ, তোমাদের সাফল্যের আলোয় উজ্জ্বল হবে পরিবার, সমাজ ও পুরো বাংলাদেশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই পরিবার থেকে অনেক ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক ও সফল মানুষ তৈরি হবে। তোমাদের জন্য আমার আন্তরিক শুভকামনা রইলো। তোমাদের পথচলা হোক সাফল্যের, তোমাদের স্বপ্ন হোক বাস্তবের প্রতিচ্ছবি।
পরিচয়পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও উপস্থিত বক্তব্যের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় অত্র কলেজের শিক্ষকবৃন্দ ও স্টাফদের ডিজিটাল স্মার্ট বোর্ডে ছবি প্রদর্শনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহনেওয়াজ। পরে পবিত্র কুরআন তেলাওয়াত এবং মোনাজাতের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক হাফেজ জুনায়েদ আহমেদ।