নাটোরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের রজত জয়ন্তী উৎসব পালন

জাহিদ হাসান
নাটোর প্রতিনিধি
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী বনপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা অনার্স কলেজের দুদিন ব্যাপী ২৫বছরের পূর্তি উৎসব রজত জয়ন্তী পালন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ ২৭শে জানুয়ারি শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে উপজেলা সদর বনপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করা হয়।এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃশরিফুল ইসলাম রমজান, অত্রকলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কেএম জাকির হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মাঝগাও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল আজাদ সহ অন্যরা। পরে অতিথি ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা মাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরবর্তীতে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভায় অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ অতিথিবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানমালায় নেচে গেয়ে অনুষ্ঠান উপভোগ করেন নবীন ও প্রবীণ ছাত্রীরা। এছাড়া স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা ডেলিগেটরা।আগামীকাল শনিবার সমাপনী হবে এই অনুষ্ঠানের। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের আনন্দকে ভাগ করে নিতে ছুটে চলে আসেন তাদের প্রিয় এই অনুষ্ঠানে। উল্লেখ্য ১৯৯৭ সালে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ জাতীয়করণ করা হয় ২০২০ সালে।দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজ আপ ওয়ান তারকা সুলতানা ইয়াসমিন লায়লা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান ।
জাহিদ হাসান
নাটোর প্রতিনিধি
২৭শে জানুয়ারি শুক্রবার ২০২৩
মোবাইল ০১৭১৯- ১৩০৩২০