পিংকী নোমানীর লেখা কবিতা, একদিন.............

 প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন   |   বিনোদন



পিংকী নোমানী........ 

  একদিন সব হবে ,

শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো সবুজ তরুলতা হবে,

একদিন একটা পাহাড় হবে ,

প্রখর উত্তাপে পাহাড়ের কোলজুড়ে সুশীতল পাহাড়ী ঝর্ণা প্রবাহিত হবে ,

পাহাড়ের চুড়ায় একটা কুঁড়ে ঘর হবে ,

চোখ খুললেই সামনে দেখা যাবে আকাশটা ,

নীলাভ সপ্তাদর্শীর আলোয় আলোকিত স্বপ্নীল এক আকাশ, 

পাহাড়ের পা ভিজিয়ে বয়ে যাবে একটা নদী ,

নদীর স্বচ্ছ জলে ভেসে উঠা রুপালি চাঁদটার দিকে তাকালে মনে হবে কষ্টের পৃথিবীটা এত সুন্দর কেন???

ভরা বর্ষায় ঝুমবৃষ্টিতে ভিজতে গিয়ে মনে হবে- সামনের দিন গুলো হয়তো অন্যরকম হবে ,

বৃষ্টি হয়তো ভিতরের সমস্ত অপ্রাপ্তি গুলোকে ধুয়ে মুছে নিয়ে যাবে————————————

                   আমার একদিন সত্যি হবে , নতুন প্রভাতে সমস্ত আলো নতুন প্রত্যয় হয়ে জেগে উঠবে।

                 

বিনোদন এর আরও খবর: