মুকসুদপুর ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ৪'শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান।

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২২, ০১:৫৫ অপরাহ্ন   |   গোপালগঞ্জ সদর


বার্তা সম্পাদকঃ

 গোপালগঞ্জ জেলাব্যাপী মুকসুদপুর ক্লাব কর্তৃক আয়োজিত বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন অনুষ্ঠিত হয়েছে।


এ লক্ষে আজ বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলার ৫৬ নং কহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৪০০ শত শিক্ষার্থীদের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় সহ শিক্ষক ও  শিক্ষার্থীদের মাঝে গাছেরচারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সেলিম মোল্যা, সহ-সভাপতি সাইদুর রহমান, প্রধান শিক্ষক আছমা খানম, সহকারী শিক্ষকগণ। 


এছাড়া মানবিক সংগঠন "মুকসুদপুর ক্লাবের' মাহাবুব হাসান সোহাগ, এনামুল হক রাজিব, মাহাবুব বাবু, নাইমুল ইসলাম, রুদ্র মাহমুদ রাসেল, সুজন শিকদার, ইমরান, আরমান খান জয়, খাদিজা বেগম, মুস্তাফিজ খন্দকার, ইমরান, হৃদয়, উজ্জল সেন, সুজন, সেন্টু শেখ, সাকিল, সনিয়া আক্তার, সৌরভ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবতার সেবায় "মুকসুদপুর ক্লাব" মানবতার কাজে সব সময় নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

গোপালগঞ্জ সদর এর আরও খবর: