আমির খানের দান দেখে অবাক ভারতবাসি।
স্টাফ রিপোর্টার,
আউয়াল ফকিরঃ
করোনায় হত দরিদ্র পরিবার কে চমকে দিলেন আমির খান।
বলিউড কাপানো অভিনেতা আমির খান বাস্তবে অভিনয়ের কায়দায় এক গাড়ি লরি ভর্তি করে পাশের বস্তিগুলোতে আটার প্যাকেট পাঠালেন।
উনার ছেলেরা সেখানে গিয়ে মাইকে ঘোষণা করলো যাদের যাদের আটার দরকার আছে তারা এসে আটা নিয়ে যেতে পারেন।
কিন্তু প্রতিটি ব্যক্তিকে মাত্র এক কিলো আটা দেয়া হবে।
যাদের ঘরে মোটামুটি খাবার ছিল তারা কেউই গেলেন না মাত্র এক কিলো আটা আনার জন্য।
কিন্তু যাদের কাছে সেই এক কিলো আটা ওই মুহূর্তে খুব জরুরি অর্থাৎ যারা সত্যিই খুব গরিব তারা এসে হাজির হলেন এবং একটা করে আটার প্যাকেট নিয়ে গেলেন। সকালে আটার প্যাকেট খুলতেই আটার সাথে বেরিয়ে এলো নগদ ১৫ হাজার টাকা।
পরে খোঁজ নিয়ে জানা গেল ওই ট্রাক আমির খান পাঠিয়েছিলেন।