কুয়েত_প্রবাশীদের_পক্ষ_থেকে_মেঘনায়_৮০০_ফ্যামিলী_কে_ঞান_বিতরণ।
তারেক বাবুল
মেঘনা প্রতিনিধি
আজ কুয়েত প্রবাশীদের পক্ষ হতে মেঘনা উপজেলা করোনা ভাইরাসে ঘড় বন্ধি হত দরিদ্র ৮০০ আট শত ফ্যামিলীর মাঝে ঞান বিতরণ করেন।
এই ঞান সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার প্রবির কুমার রায়,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,
এই সময় উপজেলা চেয়ারম্যান সাহেব বলেন কুয়েত প্রবাসীরা বিদেশে অবস্থান করে দেশের প্রতি এবং জনগনের প্রতি যে উদার ভালোবাসা দেখিয়েছি আমি তাদের কে ধন্যবাদ জানাই।
কুয়েত প্রবাশী সমাজ কল্যান পরিষদের #প্রধান_উপদেষ্টা আঃ খালেক মাষ্টার এবং সভাপতি সফিউল্লাহ,এবং মোঃ সজিব বলেন যদি ও আমরা প্রবাসে থাকি আমাদের মন প্রান সব সময় কাঁদে মেঘনার জনগনের জন্য আমরা সব সময় হত দরিদ্র দের পাশে আছি এবং থাকবো ইনসা আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন।